মন্তব্য
দক্ষিণ কোরিয়া ও আমেরিকা যৌথ সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে। দেশের প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়েল একটি সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন। পরমাণু মহড়াও চলবে বলে জানান তিনি। তিনি বলেছেন, ‘‘পরমাণু অস্ত্র আমেরিকারই। কিন্তু মহড়ার পরিকল্পনা, তথ্য বিনিময়, প্রশিক্ষণ, এসব কিছু যৌথ উদ্যোগে করবে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া।’’
এক দিন আগেই উত্তর কোরিয়ার সরকারি মিডিয়ায় বলা হয়েছে, তাদের শাসক কিম জং উন নতুন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। এটি হবে আরও শক্তিশালী অস্ত্র। আমেরিকার নেতৃত্বে প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার দিক থেকে তারা যে হুমকি পাচ্ছে, তা রুখতেই কিমের এ সিদ্ধান্ত। উত্তর কোরিয়ার ঘোষণা প্রকাশ্যে আসতেই সোল ও ওয়াশিংটনের যৌথ মহড়ার পরিকল্পনার কথা শোনা যাচ্ছে।