পুলিশ সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- পুলিশের প্রতি জনগণের মনে যে আস্থা তৈরি হয়েছে, সেটা যেন অক্ষুণ্ণ থাকে মানবিক দৃষ্টিকোণ থেকেই জনগণের সেবা করে যাবেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) পুলিশ সপ্তাহ- এর উদ্বোধনী অনুষ্ঠানে এ নির্দেশনা দেন। রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে এ অনুষ্ঠান হয়।
পুলিশ এখন জনগণের পুলিশ হিসেবেই জনগণকে সেবা দিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগে পুলিশের নাম শুনলে মানুষ ভয় পেত। এখন জানে পুলিশ সেবা দেয়, তাদের পাশে দাঁড়ায়। পুলিশ সব সময় মানুষের পাশে আছে। যে কোনো ঝুঁকি নিতে পিছপা হয় না। এটাই হচ্ছে পুলিশের সবচেয়ে বড় কাজ, সেটা তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশের সদস্যরা অত্যন্ত বলিষ্ট ভূমিকা রেখে যাচ্ছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় অর্ধশতাধিক পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম ও রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম দেওয়া হয়।
এমকে