গেল বছরের ফেব্রুয়ারি থেকে হামলা শুরু করে রাশিয়া। দীর্ঘ সময় পার হলেও যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। নতুন বছরে পা রাখতে না রাখতেই ইউক্রেনের উপর আরও আগ্রাসী হয়ে উঠেছে রাশিয়া। চলছে একের পর এক ড্রোন হামলা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বলেছেন, ইউক্রেনের মনোবল ভেঙে ফেলার চেষ্টা করছেন রাশিয়ার ভ্লাদিমির পুতিন। আর সেই জন্যই কিভের বুকে ক্রমাগত ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া।
সোমবার রাতে দেশটির রাজধানী কিয়েভে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেছেন।
জেলেনস্কির দাবি, তিনি গোয়েন্দা সূত্রে খবর পেয়েছেন যে, কিভের উপর খুব শীঘ্রই ইরানের তৈরি শাহেদ ড্রোনের হামলা চালাতে চলেছে রাশিয়ার সামরিক বাহিনী।
একই ড্রোনের হামলা চালিয়ে ইউক্রেনের ডনবাস অঞ্চলে শতাধিক রুশ সেনাকে খতম করা হয়েছিল। তাই এখন রাশিয়াও একই ড্রোনের হামলা চালানোর কথা ভাবছে বলে দাবি জেলেনস্কির।