ফের কিয়েভে হামলা চালাতে পারেন পুতিন

০৭ এপ্রিল ২০২২

পশ্চিমা কর্মকর্তারা সতর্ক করেছেন, পুতিন পুনরায় কিয়েভ দখলের চেষ্টা চালাতে পারেন। তাদের বক্তব্য—— রাশিয়ার সাম্প্রতিক কৌশলগত পরিবর্তনের মানে এ নয় যে, পুতিন ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের চেষ্টা পরিত্যাগ করেছেন। খবর সিএনএনের।

 

এদিকে বৃহস্পতিবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টোলটেনবার্গ বলেছেন, পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চল দোনবাসে ব্যাপক হামলার উদ্যোগ নিয়েছেন।

 

স্টোলটেনবার্গ বলেন, তারা প্রচুর গোলা খরচ করেছে। এখন পুনরায় অস্ত্রসাজে সজ্জিত হবে। বড় ধরনের হামলা চালাতে রাশিয়া জ্বালানিসহ প্রয়োজনীয় রসদ যোগ করবে। পশ্চিমা একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, পুতিনের দীর্ঘমেয়াদি লক্ষ্য অস্পষ্ট।

 

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়ান কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনাসহ কৌশলপূর্ণ পরিবর্তন সত্ত্বেও মস্কো পুনরায় কিয়েভে আক্রমণ চালাতে পারে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, পূর্বাঞ্চলে দখলকৃত ভূখণ্ড রক্ষা করতে রাশিয়া ইউক্রেনের আরও ভেতরে সেনাবাহিনী বিস্তৃত করবে। রাশিয়া এই অভিলাষ পুষছে এবং পরিকল্পনা  করছে।

 

যুক্তরাষ্ট্র আরও আশঙ্কা করছে, ইউক্রেন জুড়ে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখবে।


মন্তব্য
জেলার খবর