সরকারের শেষ বছরে সংসদের প্রথম অধিবেশন ৫ ডিসেম্বর শুরু, থাকছে না বিএনপি

০৩ জানুয়ারী ২০২৩

বর্তমান আওয়ামী লীগ সরকারের মেয়াদকালের শেষ বছরে জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামী বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)। অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপর্ণ বিল পাস হবে বলে জানা গেছে।  বিএনপি দলীয় সব সংসদ সদস্য সম্প্রতি সংসদ সদস্য থেকে পদত্যাগ করায় এ অধিবেশনে থাকছেন না তারা।

কয় কার্যদিবস এ অধিবেশন চলবে, সে সম্পর্কে কিছু জানা যায়নি। অধিবেশন কতদিন চলবে, সেটা ঠিক হবে কার্য-উপদেষ্টার বৈঠকে। সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে এ বৈঠক হবে। নিয়ম অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি। এরপর তার ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করেন সংসদ সদস্যরা। অধিবেশন ঘিরে প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়।

এমকে


মন্তব্য
জেলার খবর