সয়াবিন ও পাম তেলের ভ্যাট (মূল্য সংযোজন কর) প্রত্যাহার সংক্রান্ত সুবিধার মেয়াদ বাড়ানো হয়েছে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। সোমবার (২ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড থেকে এ বিষয়ে এসআরও জারি করা হয়েছে। আগামী রমজানে ভোক্তাদের বাড়তি দামের বোঝা কমাতে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
গত মার্চে দেশের বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি পায় আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের অস্বাভাবিক দাম বাড়ার কারণে। পরিস্থিতি সহনীয় রাখতে অপরিশোধিত সয়াবিন ও পরিশোধিত/অপরিশোধিত পাম অয়েলের আমদানিতে শুধু ৫ শতাংশ বহাল রেখে অন্যান্য ভ্যাট প্রত্যাহার করে নেয় এনবিআর। প্রথম দফায় এ সুযোগ গত ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হলেও পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। পরে আবারও তিন মাস বাড়িয়ে সে মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল।
গত ১৪ মার্চে সয়াবিন ও পাম তেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায় পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ করে এনবিআর। পরে আমদানি পর্যায়ে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করে দেয় প্রতিষ্ঠানটি।
এমকে