দুমড়ে-মুচড়ানো মোটরসাইকেলের পাশে পড়েছিলেন হোটেলকর্মী, হাসপাতালে মৃত ঘোষণা

০৩ জানুয়ারী ২০২৩

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

সময়টা রাত ১০টার পরে, চাটমোহর সরকারি কলেজের সামনের সড়কে দুমড়ে-মুচড়ানো মোটরসাইকেলের পাশেই অচেতন হয়ে পড়েছিলেন হোটেলকর্মী আশিক হোসেন (২২)। সেটা দেখতে পেয়ে তাকে নেওয়া হয় হাসপাতালে, ডাক্তার জানান- তিনি বেঁচে নেই। সোমবারের এ ঘটনা পাবনার চাটমোহর  উপজেলার।

আশিক চাটমোহরের দোলং মহল্লার রফিকুল ইসলামের ছেলে। শহরের স্বাদ হোটেল এন্ড রেস্টুরেন্টের কর্মী ছিলেন ছিলেন। ধারণা করা হচ্ছে, কোন এক যানবাহনের সঙ্গে তার মোটরসাইকেলটির ধাক্কা লাগায় দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।

প্রাপ্ততথ্য মতে, ওই হোটেলে বেশ কয়েকজন যুবক কাজ করেন। তাদেরই একজনকে দুর্ঘটনার আগে মোটরসাইকেলে স্থানীয় রেলবাজারে পৌঁছে দিতে গিয়েছিলেন তিনি। ফিরে আসার পথে দূর্ঘটনাটি ঘটে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর