ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে ক্যারিয়ার গড়ার সুযোগ

০৪ জানুয়ারী ২০২৩

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ)। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন এ প্রতিষ্ঠানে ৭টি ভিন্ন ভিন্ন পদে মোট ১১৭ জনকে নিয়োগ দেওেয়া হবে। আবেদনের শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি, ২০২৩। এদিন বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

 

যেসব পদে লোকবল নেওয়া হবে:

উপমহাব্যবস্থাপক (আইসিটি) পদে ১ জন, সহকারী মহাব্যবস্থাপক (প্রোগ্রামার) একজন, উপব্যবস্থাপক (হিসাব) পদে একজন, উপজেলা ব্যবস্থাপক পদে ১৭ জন ও মাঠ কর্মকর্তা পদে ২০ জন লোকবল নেওয়া হবে।  

 

উপর্যুক্ত পদগুলোতে যেসব জেলার প্রার্থদের আবেদন করতে অনুৎসাহিত করা হয়েছে:

রংপুর, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, পাবনা ও পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য নয়।

 

আরো যেসব পদে আবেদন করা যাবে:

সহকারী হিসাবরক্ষক পদে ২ জন, মাঠ সংগঠক পদে ৭৫ জন আবেদন করতে পারবেন।

 

এসব পদের জন্য যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই:

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, পটুয়াখালী ও লালমনিরহাট জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য নয়।

 

আবেদন পদ্ধতি:

আগ্রহী প্রার্থীদের এ ঠিকানায় ভিজিট করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ ঠিকানা থেকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক মুঠোফোন থেকে ১২১ নম্বরে কল করা সমাধান করা যাবে। 

 

আবেদনের যোগ্যতা ও অন্যান্য তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন এ ঠিকানায়।  


মন্তব্য
জেলার খবর