মানবাধিকার কমিশন থেকে রাশিয়াকে বাদ দিতে ভোট আজ

০৭ এপ্রিল ২০২২

রাশিয়াকে জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে বাদ দেওয়া নিয়ে আজ বৃহস্পতিবার ভোট অনুষ্ঠিত হবে। খবর রয়টার্সের। এতে বলা হয়েছে, ১৯৩ সদস্য বিশিষ্ট জাতিসংঘের দুই তৃতীয়াংশ সদস্য দেশের অনুমোদন পেলে মানবাধিকার কমিশন থেকে রাশিয়াকে বাদ দেওয়া যাবে। 

 

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে রাশিয়াকে বাদ দিতে তৎপরতা দেখায়। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নাবেনজিয়া এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

 

রুশ দূত বলেছেন, বিশ্বের বিভিন্ন ফোরাম থেকে পশ্চিমারা রাশিয়াকে বাদ দেওয়ার চেষ্টা করছে। এটা অবিশ্বাস্য, এটা নজিরবিহীন। এটা করলে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে তা সহায়ক এবং সুবিধাপূর্ণ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

 

ইউক্রেন ‘বুচা’ শহরে রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনার পর যুক্তরাষ্ট্র রাশিয়াকে জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে বের করে দিতে তৎপর হচ্ছে।

 

জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড রোমানিয়ায় সফরকালে বলেছেন, মানবাধিকার কমিশনে রাশিয়ার উপস্থিত থাকা প্রহসন। এটা ‘অন্যায্য’ উল্লেখ জাতিসংঘের মানবাধিকার কমিশন রাশিয়াকে বের করে দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।


মন্তব্য
জেলার খবর