মন্তব্য
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। প্রতিষ্ঠানটি ১২টি ভিন্ন ভিন্ন পদে মোট ২৬ জনকে নিয়োগ দেবে। পদগুলোর জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৩১ জানুয়ারি, ২০২৩ তারিখ পর্যন্ত।
যেসব পদে আবেদন করা যাবে:
১. উপমহাব্যবস্থাপক-১
২. উপপ্রধান প্রকৌশলী (সিভিল)-১
৩. উপব্যবস্থাপক-১
৪. বেসিক কর্মকর্তা-৩
৫. সহকারী কর্মকর্তা (অটোমোবাইল)-১
৬. সহকারী কর্মকর্তা (আইটি)-১
৭. সহকারী কর্মকর্তা-১
৮. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-৩
৯. ফটোকপি অপারেটর-১
১০. ডেসপ্যাচ রাইডার-২
১১. অফিস সহায়ক-৫
১২. নিরাপত্তা প্রহরী-৬
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমাসহ নানা শর্ত জানা যাবে বিজ্ঞপ্তিতে।