পণ্যের সংকট হবে না, মূল্যও স্বাভাবিক থাকবে: বাণিজ্যমন্ত্রী

০৪ জানুয়ারী ২০২৩

রমজান শুরুর আগে একসঙ্গে বেশি পরিমাণ পণ্য কেনার কোনও প্রয়োজন নেই উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আগামী দিনগুলোতে দেশে নিত্যপ্রয়োজনীয় কোনও পণ্যের সংকট হবে না। মূল্যও স্বাভাবিক থাকবে। তাছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখতে জোরদার করা হবে বাজার অভিযান। বুধবার (৪ জানুয়ারি)  দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভায় এ সব কথা বলেন। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এ সভায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্ব করেন। 

বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাস সামনে রেখে ছয়টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।  নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে এলসি খোলার সুবিধার্থে নির্দিষ্ট পরিমাণ ডলার রাখতে প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। চিনির ওপর আরোপিত ট্যাক্স ও ভ্যাটও প্রত্যাহের দাবিও করা হয়েছে। দেশের মানুষের কথা বিবেচনায় বিষয়গুলো নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে সরকার। তিনি জানান, চলমান বিশ্ব পরিস্থিতিতে পণ্য আমদানির  জন্য এলসি খোলার ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। তাছাড়া ভারতীয় পণ্যের ক্ষেত্রে হঠাৎ রফতানি বন্ধ না করার বিষয়টি সে দেশের সরকারকে জানানো হয়েছে। বাংলাদেশের চাহিদা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের নিশ্চয়তা দিয়েছে ভারত।

সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিফ কমিশনের চেয়ারম্যান মাহফুজা আক্তার, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন প্রদীপ রঞ্জন চক্রবর্তী, বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশের (টিসিবি)  চেয়ারম্যান, ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, জাতীয় রাজস্ব বোর্ডের খন্দকার নাজমূল হক, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ফরেন এক্সচেঞ্জ অপারেশন) মো. আব্দুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এমকে

    


মন্তব্য
জেলার খবর