নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে, বিট্রিশ সংসদ সদস্যদেরকে প্রধানমন্ত্রী

০৪ জানুয়ারী ২০২৩

দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। নির্বাচনে পর্যবেক্ষক গ্রহণে তার সরকারের কোনো সমস্যা নেই। বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টরি গ্রুপের চারজন সংসদ সদস্যের সঙ্গে বুধবার (৪ জানুয়ারি)  সৌজন্য সাক্ষাৎকালে এ সব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে যান তারা। যুক্তরাজ্যের চার সংসদ সদস্য হলেন- রুশনারা আলী, জনাথন রেনল্ডস, মোহাম্মদ ইয়াসিন এবং টম হান্ট। সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদেরকে বিষয়টি জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

প্রধানমন্ত্রী তাদের আরও বলেন, বাংলাদেশে নির্বাচন কমিশন অনেক স্বাধীন। ওয়েস্টমিনিস্টার পদ্ধতির গণতন্ত্র অনুসরণ করে বাংলাদেশ।  সাক্ষাৎকালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ব্রিটিশ সংসদ সদস্যদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, এ কারণে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাংলাদেশের মতো দেশগুলো বিভিন্নভাবে দুর্ভোগ পোহাচ্ছে। যুদ্ধের কারণে পণ্য আমদানি বাধাগ্রস্ত হচ্ছে, ফলে দাম বাড়ছে। বাংলাদেশের ১০০টি অর্থনৈতিক অঞ্চলে যুক্তরাজ্যের উদ্যোক্তাদের বিনিয়োগ করারও আহ্বান জানান এ সময় প্রধানমন্ত্রী।

 

এমকে


মন্তব্য
জেলার খবর