মারা গেছেন চাটমোহরের বীর মুক্তিযোদ্ধা কাজী আ. খালেক

০৪ জানুয়ারী ২০২৩

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহরের বীর মুক্তিযোদ্ধা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর কাজী আ. খালেক মারা গেছেন। বুধবার (৪ জানুয়ারি) রাত তিনটার দিকে একই উপজেলার হান্ডিয়াল গ্রামে নিজের বাড়িতে তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আ. খালেক স্থানীয় আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে আমৃত্যু যুক্ত ছিলেন। এক সময় তিনি শিক্ষকতাও করতেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধক্যজনিত কারণে তিনি মারা গেছেন বলে জানা গেছে।

এদিকে বুধবার বাদ জোহর রাষ্ট্রীয় মর্যাদায় তার নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযায় উপজেলার বীর মুক্তিযোদ্ধারা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, চাটমোহর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন সাখোসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা ও এলাকার নানা পেশার মানুষ অংশ নেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর