দেশের বিরাট পরিবর্তন বিশ্বব্যাপী স্বীকার করে: প্রধানমন্ত্রী

০৪ জানুয়ারী ২০২৩

দেশের আর্থসামাজিক অগ্রগতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত ১৪ বছরে দেশের বিরাট পরিবর্তন আনতে পেরেছে তার সরকার। আর এটা সারাবিশ্বব্যাপী স্বীকার করে। বিশ্বব্যাপী বাংলাদেশ প্রশংসিত। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বলেন- দেশের এ অগ্রযাত্রাকে যেন কেউ ব্যাহত করতে না পারে, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। চলমান পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেওয়া বক্তব্যে এ সব কথা বলেন।

পুলিশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে দল-মত থাকতে পারে। কিন্তু দেশের স্বার্থে, মানুষের কল্যাণে ও দেশের উন্নয়নের কাজ কেউ যেন ধ্বংস করতে না পারে, কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। ভবিষ্যতে যেন অগ্নিসন্ত্রাস করার সাহস না পায়। মানুষের জীবনে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে। কোনো ধ্বংসাত্মক কার্যক্রম করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের  অগ্রযাত্রায় পুলিশের বিরাট ভূমিকা রয়েছে উল্লেখ করে এ সময় পুলিশকে ধন্যবাদ জানান সরকার প্রধান।

আইনশৃঙ্খলাকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেই আইনশৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখার কাজটা পুলিশ বাহিনীকেই করতে হয়। পুলিশের ওপর দায়িত্বটা বেশি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান,পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন প্রমুখ।

 

এমকে


মন্তব্য
জেলার খবর