মন্তব্য
ইউক্রেনের জ্বালানি গুদাম ও সরবরাহ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে রাশিয়া। রাশিয়ার সেনাবাহিনীর মুখপাত্র আইগর কোনাশেঙ্কোভ বলেন, নির্ভুল আকাশ এবং ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের লাভিভের রেদেকিভ এলাকার পাঁচটি জ্বালানি গুদাম ধ্বংস হয়েছে। এসব জ্বালানি গুদাম থেকে ইউক্রেনের সেনাদের জ্বালানি সরবরাহ করা হতো বলেও আইগর কোনাশেঙ্কোভ দাবি করেন।
রাশিয়ার দাবি করার আগেই ইউক্রেনের কর্মকর্তারা লাভিভ, ভিনিতসিয়া এবং দিনিপোরোপেত্রভস্কে হামলা হয়েছে বলে স্বীকার করেন।