মন্তব্য
হুন্ডি এড়িয়ে সরাসরি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠাতে বাংলাদেশি প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বুধবার (৪ জানুয়ারি) সাক্ষাৎকালে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করতে যান তারা।
দেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, সারাদেশে একশ’ অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করা হয়েছে। আগ্রহীরা এখানে বিনিয়োগ করতে পারেন। একজন অংশীজনের সাথেও বিনিয়োগ করতে পারেন। যত বেশি বিনিয়োগ করবেন, দেশ তত বেশি সুফল পাবে- যোগ করেন শেখ হাসিনা। শেখ হাসিনা তার বক্তব্যে দেশের উন্নয়নে নেওয়া তার সরকারের নানা পদক্ষেপ ও সফলতা এ সময় তুলে ধরেন।
এমকে