গত বছরের ফেব্রুয়ারির ২৪ তারিখ থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ সময় পার হলেও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। এবার যুদ্ধের তথ্যচিত্র প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফেব্রুয়ারির মধ্যে এ তথ্যচিত্র প্রকাশ করার নির্দেশ দিয়েছেন তিনি।
ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, সংস্কৃতি মন্ত্রণালয়কে ১ ফেব্রুয়ারির মধ্যে এটি প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এ তথ্যচিত্র নির্মাণে রাশিয়ান চলচ্চিত্র নির্মাতাদের সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন পুতিন। নির্মাতারা বিশেষ এ সামরিক অভিযানে অংশগ্রহণকারীদের বিরত্বপূর্ণ ভূমিকা তুলে ধরবেন।
১ মার্চের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুকে পুতিনের কাছে এ সামগ্রিক কর্মকাণ্ডের রিপোর্ট প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের শুরু থেকে দেশটির স্টেট টেলিভিশন চ্যানেল রুশ সেনাদের বিরুদ্ধে প্রপাগান্ডার জবাব দিয়ে যাচ্ছে। রুশ সেনাদের হিরো হিসেবে উল্লেখ করেছে এ টেলিভিশন। এদিকে রাশিয়ার কিছু স্বাধীন টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে।
হিন্দুস্তান টাইমস/আরআই