শেয়ারদর ও সূচকের পতন

০৭ এপ্রিল ২০২২

বুধবার (৬ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর কমেছে। পাশাপাশি পতন দেখা গেছে সূচকের। সেই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছেও। অন্যদিকে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)  শেয়ারদর ও সূচকের ক্ষেত্রে একই চিত্র দেখা গেলেও সেখানে লেনদেন বেড়েছে।

ডিএসইতে এদিনে তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ৩১ দশমিক ৮১ পয়েন্ট কমে ছয় হাজার ৬৬২ দশমিক ৪৮ পয়েন্টে, ডিএসইএস ৪ দশমিক ৫৫ পয়েন্ট কমে এক হাজার ৪৫৬ দশমিক ২২ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ৫ দশমিক ৫৮ পয়েন্ট কমে দুই হাজার ৪৫৯ দশমিক ০৩ পয়েন্টে অবস্থান করে। ৩৭৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ২৯৩টির এবং বাকি ৩৮টির অপরিবর্তিত ছিল। লেনদেন হয় ৪৯০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেনের অংক ছিল ৫৭৫ কোটি ৮৩ লাখ টাকা।

অন্যদিকে সিএসইতে সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৪৭ দশমিক ৪০ পয়েন্ট কমে ১১ হাজার ৭৩৮ দশমিক ৯২ পয়েন্টে আর সিএএসপিআই ৭৯ দশমিক ৩৬ পয়েন্ট কমে ১৯ হাজার ৫৬৭ দশমিক ০১ পয়েন্টে অবস্থান করে। এদিনে ২৭৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৯৬টির এবং ২০টির ছিল। ২২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।  আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৩৩ লাখ টাকার।

এমকে


মন্তব্য
জেলার খবর