পাকিস্তানে মন্দা রুখতে শপিংমল বন্ধ রাখার নির্দেশ

০৫ জানুয়ারী ২০২৩

পাকিস্তানে অর্থনৈতিক মন্দা রুখতে শপিংমল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটি বিদ্যুতের ব্যবহার কমাতে রাত সাড়ে আটটার মধ্যে এসব মল বন্ধের নির্দেশ দিয়েছে। আন্তর্জাতিক মানিটারি ফান্ডের শর্ত মেনে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

 

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ও বিদ্যুৎমন্ত্রী গোলাম দস্তগীরের মন্ত্রীসভা মঙ্গলবার এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে। এতে রাত ১৯টার মধ্যে ওয়েডিং হল ও রেস্টুরেন্ট বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়। এ পদক্ষেপের ফলে দেশটি আমদানি তেলের খরচ কমাতে পারবে বলে আশা করছে। এ খাতে বর্তমানে ৩ বিলিয়ন ব্যয় করে। বিদ্যুৎ উৎপাদনে এসব আমদানি তেল ব্যবহার করে পাকিস্তান।

 

সরকারের এ পদক্ষেপে শপিংমল-দোকান মালিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক পাকিস্তানি মাঝ রাতের শপিং ও ডিনার করতে অভ্যস্ত। সরকারের এ সিদ্ধান্তে তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।

 

ব্যবসায়ী নেতারা সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তারা বলেছেন, মহামারি করোনাভাইরাসের বিধি-নিষেধের পর আবারও নিষেধাজ্ঞা আরোপ করলে, তা ক্ষতিকর হয়ে যাবে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে ৩৬ হাজার মানুষ মারা যান। এছাড়া দেড় মিলিয়ন মানুষ করোনায় আক্রান্ত হন।

 

ডন/আরআই


মন্তব্য
জেলার খবর