সংসদে বছরের প্রথম অধিবেশন শুরু

০৫ জানুয়ারী ২০২৩

একাদশ জাতীয় সংসদে বছরের প্রথম  অধিবেশন শুরু হয়েছে বৃহস্পতিবার (৫ জানুয়ারি)। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ২১তম অধিবেশন শুরু হয়। বরাবরের মতো এ অধিবেশনও দীর্ঘ হবে।  নিয়ম অনুযায়ী বছরের অধিবেশনে প্রথম দিনেই ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত করা হয়। এবারও স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন পরিচালিত হচ্ছে। আগেই সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। এদিকে  অধিবেশন চলাকালে শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে জাতীয় সংসদ ভবন ও এর পাশ্ববর্তী এলাকার সব ধরণের অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর