রাষ্ট্রদূতদের হস্তক্ষেপমূলক তৎপরতা অনেক কমেছে: কৃষিমন্ত্রী

০৫ জানুয়ারী ২০২৩

অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের বা রাষ্ট্রদূতদের হস্তক্ষেপমূলক তৎপরতা অনেক কমে এসেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। মন্তব্য করেছেন- এক সময় হ্যারি কে টমাসের মতো অনেক রাষ্ট্রদূতেরা নিজেদের রাজা মনে করতেন এ দেশে। এখন সেই পরিস্থিতি নেই। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ সব কথা বলেন। সচিবালয়ে কৃষিমন্ত্রীর অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন কৃষিমন্ত্রী।

মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সবক্ষেত্রে উন্নয়ন ও আর্থিক অগ্রগতি হয়েছে। ফলে বাংলাদেশ আজ বিশ্বে মর্যাদাশীল জাতি।

বিএনপির সরকার পতন আন্দোলন প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাস, আন্দোলন, হরতাল, অবরোধ, গণসমাবেশ করে বৈধ সরকারের পতন ঘটাতে পারবে না তারা। আগামী ১১ জানুয়ারি না, ১১ ডিসেম্বরের মধ্যেও সরকারের পতন ঘটাতে পারবে না।

 

এমকে


মন্তব্য
জেলার খবর