সর্বকালের রেকর্ড অতিক্রম করেছে পোশাক খাত

০৫ জানুয়ারী ২০২৩

 দেশের পোশাক খাত ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন,  ২০২২ সালের ডিসেম্বরে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছে। এ আয় সর্বকালের রেকর্ড অতিক্রম করেছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো (বাণিজ্য মেলা) -এর উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা বলেন।

মন্ত্রী টিপু মুনশি জানান, গত বছর রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫১ বিলিয়ন মার্কি ডলার। বছর শেষে আয় হয়েছে ৬১ বিলিয়ন ডলার হয়েছে।  এ আয় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি। এবার ৬৭ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রানা প্লাজা ধসের ঘটনায় গার্মেন্টস শিল্পে মহাক্রান্তিকাল এসেছিল জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এ ঘটনায় পৃথিবীর ক্রেতারাদের পাশাপাশি গার্মেন্টস শিল্পের মালিকরাও অস্থির হয়ে পড়েন। কিন্তু সেই বিপদের পরেই ঘুরে দাঁড়িয়েছি  আমরা। আজ পৃথিবীর সব থেকে বেশি গ্রিন ফ্যাক্টরি আমাদের দেশে- যোগ করেন মন্ত্রী টিপু মুনশি।

 

এমকে


মন্তব্য
জেলার খবর