মন্তব্য
শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান আওয়ামী লীগ সরকারের মেয়াদের চার বছর পূর্তি উপলক্ষে দেওয়া এ ভাষণ সরাসরি সম্প্রচারিত হবে সরকারি ও বেসরকারি গণমাধ্যমে । বৃহস্পতিবার (৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য জানান।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর সাধারণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। পরের বছর ৬ জানুয়ারি চতুর্থবারের মতো, টানা তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শেখ হাসিনা। সূত্র: বাসস।
এমকে