বিএনপি-জামায়াত জোট সরকারের শেষ অর্থবছরে (২০০৫-০৬) মাথাপিছু আয় ৫৪৩ মার্কিন ডলার ছিল। বর্তমানে সেটা দাঁড়িয়েছে ২ হাজার ৮২৪ মার্কিন ডলার। ১৬ বছর আগে জোট সরকারের সময় কোথায় ছিলাম, আর এখন আমাদের অবস্থান কোথায়? শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একটানা ১৪ বছর সরকার পরিচালনার দায়িত্ব পালনের বিষয়টি তুলে ধরে এ সব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ বছরপূর্তি উপলক্ষে এ ভাষণ দেন।
তার সরকারের অর্জন তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৪১তম বৃহত্তম অর্থনীতির দেশ। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে আজ উন্নয়নশীল দেশের কাতারে শামিল হওয়ার যোগ্যতা অর্জন করেছে। তাছাড়া জেন্ডার সমতা এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়নেও দক্ষিণ এশিয়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ। তিনি জানান, ২০০৫-০৬ সালে দারিদ্র্য ছিল ৪১ দশমিক ৫ শতাংশ। বর্তমানে সেটা ২০ শতাংশ। জিডিপি প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৪-শূন্য শতাংশ। করোনা মহামারির আগে ২০১৯-২০২০ অর্থবছরে এটা দাঁড়িয়েছিল ৮ দশমিক এক-পাঁচ শতাংশে। শেখ হাসিনা জানান, বিএনপি জামায়াতের শেষ অর্থবছর ২০০৫-০৬ সালে জিডিপি ছিল মাত্র ৬০ বিলিয়ন ডলার। আমাদের সময় গত সেটা দাঁড়ায় ৪৬০ দশমিক সাত-পাঁচ বিলিয়ন ডলার। জাতীয় বাজেটের আকার ছিল ৬১ হাজার ৫৭ কোটি টাকা। চলতি অর্থবছরে বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। একইভাবে শেখ হাসিনা তার সরকারের সময় রফতানি, রেমিট্যান্স ও রিজার্ভের অগ্রগতির বিষয়টিও তুলে ধরেন।
শেখ হাসিনার বক্তব্যে জোট সরকারের আমলের তুলনায় তার সরকারের সময়ে শিশুমৃত্যুর হার কমা, গড় আয়ু বৃদ্ধি, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বৃদ্ধি, কৃষি খাতে ভতুর্কি বাড়ানো, খাদ্যশস্য উৎপাদন, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও ওঠে আসে।
এমকে