মৃত্যু নেই, শনাক্ত ৪৪

০৭ এপ্রিল ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি। এ সময়ে  রোগটি শনাক্ত হয়েছে ৪৪ জনের। পাশাপাশি মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬২৭ জন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ০ দশমিক ৬৫।  নমুনা সংগৃহীত হয়েছে ৬ হাজার ৭৮০টি, পরীক্ষা হয়েছে ৬ হাজার ৭৪৪টি।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত  করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৯৪৭ জনের। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৩ জন। সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৬ হাজার ৬৬৩ জন। শনাক্তের হার ১৪ দশমিক ৭। নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৭২ হাজার ২০৬টি।

এমকে


মন্তব্য
জেলার খবর