খুব চালাকির সঙ্গে গুজব ছড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী

০৫ জানুয়ারী ২০২৩

দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একটা গোষ্ঠী খুব চালাকির সঙ্গে গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বলেছেন, তারা মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেশের উন্নয়ন চায় না এ গোষ্ঠী। বৃহস্পতিবার অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো (বাণিজ্য মেলা) -এর উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন।

ওই গোষ্ঠী প্রসঙ্গে মন্ত্রী টিপু মুনশি বলেন, এ লোকগুলো পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এরপর তারা ‘জয় বাংলা’কে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ করার অপচেষ্টা করেছে, রাজনীতির দৃষ্টিভঙ্গিটাও পাল্টে দেওয়ার চেষ্টা করেছে।

বাণিজ্যমন্ত্রী জানান, দেশ এখন একটা বৈশ্বিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তারপরও সরকার পরিস্থিতি সামলে নিয়েছে। মোটামুটি ভালো অবস্থানে রয়েছে দেশ।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর