চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহরে গ্রামীণ এক মার্কেটের ১১টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকান থেকে আপাতত আয় বন্ধ হয়ে গেছে সংশ্লিষ্ট দোকানিদের। শুক্রবার (৬ জানুয়ারি) ফজর আযানের আগে চিনাভাতকুর মোড় এলাকার হাজী মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। শর্টসার্কিট থেকে আগুন লাগে, ধারণা ভুক্তভোগীদের। এলাকাবাসী সূত্রে এ তথ্য জানা গেছে।
এলাকাবাসী জানান, প্রায় দুই ঘন্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রা আগুন নেভানোর কাজ করে। তীব্র শীতের মধ্যে আগুন নেভাতে কিছুটা বেগ পোহাতে হয়েছে।
ফায়ার সার্ভিসের হিসাবে, ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। পোড়ার হাত থেকে ১০ লাখ টাকার মালামাল রক্ষা করা গেছে। ক্ষতি ও উদ্ধার করা মালামালের পরিমাণ নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।
এমকে