শনিবার থেকে কমতে পারে শীতের তীব্রতা

০৬ জানুয়ারী ২০২৩

রাজধানী ঢকাসহ সারা দেশে তীব্র যে শীতে অনুভূত হচ্ছে, সেটা আগামী শনিবার থেকে কিছুটা কমে আসতে পারে। ইতোমধ্যে ঢাকাসহ ১৯ জেলায় তাপমাত্রা বাড়তে শুরু করেছে। শুক্রবার এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গত কয়েকদিনে ঢাকাসহ ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু অংশে তাপমাত্রা অস্বাভাবিক হারে কমেছে। নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা থাকলৌ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন বিরাজ করেছে চুয়াডাঙ্গায়- ৯ ডিগ্রি সেলসিয়াস।

এমকে


মন্তব্য
জেলার খবর