যুক্তরাষ্ট্রের খুবই ভালো সম্পর্ক বাংলাদেশের: পররাষ্ট্রমন্ত্রী

০৬ জানুয়ারী ২০২৩

নির্দিষ্ট একটা ইস্যু নিয়ে একটা দেশের সঙ্গে সম্পর্কের মূল্যায়ন হয় না উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুবই ভালো সম্পর্ক রয়েছে। আমাদের সঙ্গে তাদের অনেক ধরনের বিষয় জড়িত। দেশেটির সঙ্গে আমাদের নীতিগত মিল রয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা ইস্যূতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন। রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী আবদুল মোমেন জানান, যুক্তরাষ্ট্র আমাদের রপ্তানি পণ্যের অন্যতম ক্রেতা ও বড় বিনিয়োগকারী দেশ। আমেরিকা গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে চায়। আর এ দেশে গণতন্ত্র বিরাজমান। রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায়। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সব সমস্যার সমাধান সরকার আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে করতে চায় বলেও জানান আবদুল মোমেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর