সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

০৭ জানুয়ারী ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের শেষে বা আগামী জানুয়ারির শুরুতে দেশে দ্বাদশ জাতীয় নির্বাচন হবে। নির্বাচনে ষড়যন্ত্র করে কেউ যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আর এ নির্বাচনের আগে আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির মাধ্যমে কেউ যেন মানুষের জানমাল-জীবিকার ক্ষতিসাধন করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ বছরপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন সামনে রেখে এখন থেকেই স্বাধীনতাবিরোধী, ক্ষমতালোভী, জনগণের সম্পদ লুণ্ঠনকারী আর পরগাছা গোষ্ঠী সরব তৎপর হয়েছে। এদের লক্ষ্য পরিস্থিতি ঘোলাটে করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া, গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করা।  শেখ হাসিনা জানান, এ গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা এবং ভুয়া তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেশে-বিদেশে ভাড়াটে বুদ্ধিজীবী এবং বিবৃতিজীবী নিয়োগ দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। তাদের মিথ্যাচারে বিভ্রান্ত হওয়া যাবে না। শেখ হাসিনা তার বক্তব্য তার সরকারের সময় স্বাধীন নির্বাচন কমিশন গঠনের কথাও তুলে ধরেন। বলেন, আওয়ামী লীগ জনগণের দল, জনগণের শান্তিতে ও শক্তিতে বিশ্বাসী। জনগণ ভোট দিয়ে বিজয়ী করলে দেশ গড়ার দায়িত্ব পালন অব্যাহত রাখবে তার দল। বিজয়ী না করলে জনগণের কাতারে চলে যাবে। গত ১৪ বছরে আওয়ামী লীগ সরকারে থেকে জনগণকে কী দিয়েছে, তার বিচার জনগণকেই করতে বলেন এ সময় শেখ হাসিনা। এ ১৪ বছরে দেশের উন্নয়নে ও জনগণের কল্যাণে নেওয়া তার সরকারের বিভিন্ন পদক্ষেপ ও সফলতার  খতিয়ান তুলে ধরেন ভাষণে। সেই সঙ্গে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের সঙ্গে তার সরকারের মেয়াদকালে দেশের বিভিন্ন খাতের ইতিবাচক অর্জনের তুলনা করেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর