ব্যর্থ চালকল মালিকদের শাস্তি নিশ্চিতের নির্দেশ

০৭ এপ্রিল ২০২২

চলতি আমন মৌসুমে (২০২১-২০২২) চুক্তি অনুযায়ী চাল সরবরাহে ব্যর্থ চালকল মালিকদের শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। আভ্যন্তরীণ বাজার থেকে আমন সংগ্রহের ক্ষেত্রে এমন নির্দেশনা সংক্রান্ত চিঠি সম্প্রতি খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, আমন সংগ্রহের ক্ষেত্রে চুক্তি করার যোগ্যতা থাকলেও চুক্তি করেনি- এমন চালকলের লাইসেন্স যথাযথ প্রক্রিয়ায়  বাতিল করতে হবে। আর চুক্তি করার পরও চাল সরবরাহ করেননি, এমন চালকল মালিকের জামানত বাজেয়াপ্তসহ যথাযথ প্রক্রিয়ায় তাদের লাইসেন্স বাতিল করতে হবে। চুক্তির পরিমাণের ৮০ শতাংশ কিংবা এর বেশি পরিমাণ চাল সরবরাহকারী চালকল মালিকের জামানত বিশেষ বিবেচনায় অবমুক্ত করতে হবে। আর ৮০ শতাংশের কম সরবরাহকারীদের ক্ষেত্রে অসরবরাহকৃত চালের আনুপাতিক হারে জামানত বাজেয়াপ্ত করতে হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর