দেশের ১৭ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ শৈত্যপ্রবাহ আরও দুই দিন অব্যাহত থাকতে পারে। সারা দেশে মাঝ রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করেছে চুয়াডাঙ্গায়- পারদ মিটারে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (৭ জানুয়ারি) এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া জেলা হচ্ছে- ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা ও বরিশাল এবং রাজশাহী বিভাগে। দিন ও রাতের তাপমাত্রা পার্থক্যের কারণে দেশের উত্তর, উত্তর পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীত অনুভূত হচ্ছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আকাশ মেঘলাসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরিস্থিতি এমন থাকতে পারে আরও দুয়েকদিন। এরপরের পাঁচ দিনে তাপমাত্রা বাড়তে পারে।
এমকে