নড়াইল প্রতিনিধি:
কুয়াশাচ্ছন্ন সকালে কনকনে শীতের মধ্যে স্থানীয় ৫০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে রেডক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিট। শনিবার (৭ জানুয়ারি) নড়াইল চৌরাস্তা এলাকায় রেডক্রিসেন্ট ভবনে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ করা হয়।
রেড ক্রিসেন্ট নড়াইল ইউনিটের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আইনজীবী সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ওমর ফারুক, রেড ক্রিসেন্ট নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা রহমান কবিতা, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ, অ্যাডভোকেট সঞ্জিব কুমার বসু, অ্যাডভোকেট রওশন আরা কবির লিলি, পৌর কাউন্সিলর রেজাউল বিশ্বাস, আসলাম খান লুলুসহ অনেকে।
ফরহাদ খান/এমকে