মন্তব্য
ভোলা প্রতিনিধি:
ভোলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। শনিবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে জেলা ছাত্রদলের কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বরিশাল্লা দালান অতিক্রমকালে পুলিশি বাধার সস্মুখীন হয়। পরে মিছিলটি পূনরায় কার্যালয়টিতে এসে সমাবেশে মিলিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানের স্থাবর-অস্থাববর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল। সমাবেশে বক্তব্য দেন-ভোলা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আল-আমীন হাওলাদার প্রমুখ।
কামরুজ্জামান শাহীন/এমকে