সোনার দামে রেকর্ড, ভরি ৯০ হাজার ৭৪৬ টাকা

০৭ জানুয়ারী ২০২৩

দেশের বাজারে রেকর্ড পরিমাণ বাড়লো সোনার দাম। ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৯০ হাজার ৭৪৬ টাকা। পাশাপাশি অন্যান্য ক্যারেটের সোনার দামও বেড়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধি পাওয়ায় দাম বাড়ানো হয়েছে।  নতুন দর (৮ জানুয়ারি) থেকে  কার্যকর  হবে। শনিবার (৭ জানুয়ারি)  বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন দরে ২১ ক্যারেট ৮৬ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেট  ৭৪ হাজার ২৪১ টাকা, সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৬১ হাজার ৮৭৭ টাকা দর নির্ধারণ করা হয়েছে ভরিতে। তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর