বাংলার মানুষের আর্থসামাজিক উন্নয়নে করণীয় সবই করবে সরকার: প্রধানমন্ত্রী

০৭ জানুয়ারী ২০২৩

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- বাংলার মানুষের আর্থসামাজিক উন্নয়নে যা যা করণীয়, তার সবই তার সরকার করে যাবে। তাদের পাশে আওয়ামী লীগ চিরদিন আছে, থাকবে এবং মানুষের সেবা করাটাই আওয়ামী লীগের লক্ষ্য। শনিবার (৭ জানুয়ারি) গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলা কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভায় এ সব কথা বলেন।

আওয়ামী লীগ এ দেশের মানুষের স্বাধীনতাসহ আর্থ-সামাজিক উন্নতি এনে দিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন- যতদিন আওয়ামী লীগ  সরকারে আছে, ততদিন মানুষের কষ্ট দূর করার জন্য যা যা করণীয় তা করে যাবে, সেটিই করে যাচ্ছে। মাত্র ১৪ বছরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, বিশ্ব দরবারে একটি মর্যাদা পেয়েছে। বক্তব্যে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (৬ জানুয়ারি) দু’দিনের সফরে গোপালগঞ্জে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ২২তম সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর নবগঠিত কমিটিকে নিয়ে প্রথমবারের মতো টুঙ্গিপাড়া সফর করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।

এমকে


মন্তব্য
জেলার খবর