শুরু হচ্ছে গ্রাহকের বিদ্যুতের দাম বৃদ্ধির গণশুনানি

০৮ জানুয়ারী ২০২৩

দেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি সংক্রান্ত গণশুনানি আজ রোববার (৭ জানুয়ারি) শুরু হচ্ছে। শুনানির আয়োজক বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত ২১ নভেম্বর বিদ্যুতের পাইকারি দাম বৃদ্ধির পর বিতরণ কোম্পানিগুলো থেকে বিইআরসির কাছে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়নোর প্রস্তাব দেওয়া হয়, এর পরিপ্রেক্ষিতে এ শুনানি হচ্ছে। বিতরণ কোম্পানি বলছে, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম না বাড়ালে আর্থিক ক্ষতির মুখে পড়বে তারা। অন্যদিকে গ্রাহক পর্যায়ে দাম বাড়লে  বাসাবাড়ির সঙ্গে শিল্প এবং বাণিজ্যের দামও বাড়বে। ফলে দেশে আরেক দফা মূল্যস্ফীতি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি সংক্রান্ত গণশুনানি রাজধানী ঢাকার বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান অডিটরিয়ামে সকালে শুরু হবে, চলবে বিকাল পর্যন্ত। কোনও কারণে এদিন শেষ না হলে পরের দিনও চলবে শুনানি। এর আগে  ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়। সবশেষ বিদ্যুতের পাইকারি দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি করা হয়। দাম বাড়ানোর পরও বিদ্যুতের উৎপাদন পর্যায়ে সরকার ভর্তুকি ১৭ হাজার কোটি টাকা ভর্তকি দেবে বলে জানা গেছে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর