ভোলায় বইছে শৈত্যপ্রবাহ, নিউমোনিয়ায় চার মাস বয়সী শিশুর মৃত্যু

০৭ জানুয়ারী ২০২৩

ভোলা প্রতিনিধি:

ভোলায় মৃদৃ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শীতের প্রকোপ বাড়ায় হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর চাপ। শীতজনিত রোগ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মুনতাহা (৪ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ভোলা সদর হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে নতুন করে নিউমোনিয়া আক্রান্ত ১৭ জন ভর্তি হয়েছে।এ ছাড়া গোটা জেলা মিলে গত এক সপ্তাহে নিউমোনিয়া আক্রান্ত ১৩৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সদর হাসপাতালে ঠান্ডাজনিত রোগে চিকিৎসা চলছে ৬২ শিশুর। এদের বেশিরভাগ নিউমোনিয়া আক্রান্ত। নিউমোনিয়ায় মারা যাওয়া শিশু ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের আসলামপুর গ্রামের আব্বাস উদ্দিনের মেয়ে।

এদিকে মৃদৃ শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন। হাড়কাঁপানো শীতে চরম দুর্ভোগে পড়েছেন হত দরিদ্র মানুষ। জেলা প্রশাসনের বরাদ্দকৃত শীতবস্ত্র প্রয়োজনের তুলনায় অপ্রতুল থাকায় সবার ভাগ্যে জোটেনি গরম কাপড়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন বলেন, জেলায় ৩০ হাজার পিস কম্বল বরাদ্দ হয়েছে।

 

কামরুজ্জামান শাহীন/ভোলা


মন্তব্য
জেলার খবর