গেল বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ ১০ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে অসংখ্য সানুষ মারা গেছেন। নিহতদের মধ্যে সাধারণ বেসামরিক মানুষও রয়েছে। যুদ্ধের শুরু থেকে ইউক্রেনকে সমর্থন দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো। দেশটিকে সামরিক সহায়তাও দিচ্ছে দেশগুলো। সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমেরিকা। এবার রুশ আক্রমণ রুখতে ইউক্রেনে শক্তিশালী সশস্ত্র পদাতিক যুদ্ধ যান পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। সম্প্রতি এ ব্যাপারে একটি সম্পতিতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস।
এ দুই নেতা জনিয়েছেন, ‘যুক্তরাষ্ট্র ব্র্যাডলিস সাঁজোয়া যান সরবরাহ করবে যা সাধারণত ২৫ মিমি অটোকানন, একটি ৭.৬২ মিমি মেশিনগান ও অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল দিয়ে সজ্জিত হয় এবং জার্মানি মার্ডার সাঁজোয়া যান পাঠাবে। আবার এক্ষেত্রে উভয় দেশ প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দেয়।’
এক যৌথ বিবৃতিতে বলা হয়, বাইডেন ও শলৎস ‘রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেন ও ইউক্রেনের জনগণের প্রতি তাদের অটুট সংহতি পুনর্ব্যক্ত করেছেন।’অপরদিকে বাইডেনও একই কথা বলেছেন। ইউক্রেনের জন্য সমর্থন বাড়াতে শলৎসের তিনি সাথে একমত হয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘ মুহূর্তে ইউক্রেনের যুদ্ধ একটি জটিল পর্যায়ে রয়েছে। রুশ আগ্রাসন প্রতিহত করতে ইউক্রেনের নাগরিকদের সাহায্য করার ক্ষেত্রে আমরা যথাসাধ্য সবকিছু করছি।’