বিশ্বে নিত্যপণ্যের দামে রেকর্ড

০৮ জানুয়ারী ২০২৩

মহামারি করোনাভাইরাসের প্রকোপে প্রায় একবছরেরও বেশি সময় থমকে যায় পুরো বিশ্ব। থমকে যায় বিশ্ব অর্থনীতি। করোনার প্রভাব কাটিয়ে বিশ্ব অর্থনীতি যেই মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করে, তখনই বিশ্ব অর্থনীতি আবারও থমকে যায় রাশিয়া-ইউক্রেন যদ্ধের কারণে। তিন দশকের মধ্যে খাদ্যপণ্যের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও। সম্প্রতি প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। মাত্র এক বছরের ব্যবধানে নিত্যপণ্যের দাম ১৪ শতাংশ বেড়েছে।

 

গেল বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। রুশ আক্রমণ রুখতে ইউক্রেনের পক্ষ নেয় পুরো ইউরোপ। যুক্তরাষ্ট্র কার্যত রাশিয়ার প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। ভ্লাদিমির পুতিনকে পরাজিত করতে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে বাইডেন প্রশাসন। সেইসাথে সামরিক ও আর্থিকভাবে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। এরই জেরে পাল্টা নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া ও তার মিত্ররা। ফলে বিশ্ব অর্থনীতি হুমকির মুখে পড়েছে।

 

পৃথিবীর রুটির ভান্ডার খ্যাত রাশিয়া-ইউক্রেন। বিশ্বের বিপুল খাদ্যের যেগান আসে এ দুটি দেশ থেকে। কিন্তু নিষেধাজ্ঞা ও যুদ্ধের কবলে ব্যাহত হচ্ছে খাদ্য সরবারহ। ফলে বিশ্বে সঙ্কট দেখা দিয়েছে।

 

গত বছরের মার্চে বৈশ্বিক খাদ্যপণ্যের মূল্য সূচক রেকর্ড ১৫৯ দশমিক ৭ এ পৌঁছায়, যা ১৯৯০ সালের পর সর্বোচ্চ। এ তথ্য দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও।

 

আরআই


মন্তব্য
জেলার খবর