আর ধকল নিতে পারছি না: সানিয়া

০৮ জানুয়ারী ২০২৩

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী তিনি। শোয়েব মালিকের সাথে সংসারের ইতি টানছেন- এমনই গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে। তবে এ বিষেয়ে মালিক-সানিয়া কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। নতুন খবর হলো দীর্ঘ সময় ধরে টেনিস মাঠ কাঁপিয়ে বেড়ানো টেনিস তারকা সানিয়া মির্জা এবার অবসরের ঘোষণা দিলেন। ফেব্রুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠেয় ‘ডব্লিউটিএ ১০০০’ টুর্নামেন্টটি খেলেই টেনিসকে বিদায় জানাবেন তিনি।

 

এরআগেও টেনেস থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ৩৬ বছর বয়সী এ তারকা। গত ইউএস ওপেন খেলেই অবসর নিতে চেয়েছিলেন। তবে অবসরের কারণে সে আসরে অংশ নিতে পারেননি। তাই সেবার অবসর বাতিল করে আবার মাঠে ফেরেন। কোরটট থেকেই বিদায় নিতে চার এ তারকা। তাই সেবারের বিদায়েল ঘোষণা পরে স্থগিত করেন।

 

দীর্ঘ ক্যারিয়ারের ইতিটানা প্রসঙ্গে সানিয় বলেন, ‘আমি ভেবেছিলাম ইউএস ওপেন খেলে অবসর নেব। কিন্তু প্রতিযোগিতার আগেই ডান হাতের কনুইয়ে চোট পেয়েছিলাম। আমি সব সময় নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করি। চাইনি চোটের কারণে অবসর নিতে বাধ্য হই। ঠিক করেছিলাম, খেলেই অবসর নেব। তাই দুবাই টেনিস প্রতিযোগিতা খেলে র‌্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

 

নিজের বয়স হয়েছে উল্লেখ করে সানিয়া আরো বলেন, ‘শরীর আর পারছে না। মানসিকভাবে হয়তো এখনও চাঙ্গা আছি। কিন্তু মানসিক শক্তি দিয়ে কত দূর টানা যায়? ২০ বছর তো খেললাম। এখন জীবনে অনেক কিছু বদলেছে। প্রতিদিন আর এতো ধকল নিতে পারছি না।’

 


মন্তব্য
জেলার খবর