দেশে গ্রাহকের জন্য বিদ্যুতের খুচরা মূল্য বাড়ানো সুপারিশ করা হয়েছে- ইউনিট প্রতি এক টাকা ২১ পয়সা। রোববার (৮ জানুয়ারি) সঞ্চালন সংস্থা ও বিতরণ কোম্পানিগুলো থেকে খুচরায় দাম বাড়ানো সংক্রান্ত প্রস্তাবের ওপর গণশুনানি শেষে এ সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি কমিটি। রাজধানী ঢাকার বিয়াম মিলনায়তনে এ গণশুনানি হয়।
বিদ্যুতের বিদ্যমান গড়মূল্য ৭ টাকা ০২ পয়সা। প্রস্তাবনা বিশ্লেষণ শেষে বিইআরসি গড় মূল্য ৮ টাকা ২৩ পয়সা নির্ধারণের সুপারিশ করেছে। শুনানির সময় বিইআরসির চেয়ারম্যান মো. আব্দুল জলিল ও চারজন সদস্য উপস্থিত ছিলেন।
গত ২১ নভেম্বরে বিদ্যুতের পাইকারি মূল্য ১৯ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি করা হয়। এর পরপরই খুচরায় দাম বাড়ানোর প্রস্তাব দেয় বিতরণ সংস্থাগুলো। এর পরিপ্রেক্ষিতে গণশুনানির আয়োজন করে কারিগরি কমিটি।
এমকে