মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ঘাটিটি ইরাকের বাগদাদ শহরে অবস্থিত। হামলার সময় ঘাঁটিটিতে বেশ কিছু যুদ্ধবিমান ছিল।
ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ’র সঙ্গে সম্পর্কযুক্ত সবেরিন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়েছে, শনিবার সকালের দিকে বাগদাদ থেকে ৬৪ কিলোমিটার উত্তরে আল-বালাদ ঘাঁটিতে বেশ কয়েকটি কম্ব্যাট ড্রোন আঘাত হানে। কম্পাউন্ডটিতে সঙ্গে সঙ্গে সাইরেন বেজে ওঠে। সে সময় সেখানে গুলির শব্দ শোনা যায়।
হামলার পরপরই ঘটনাস্থল কালো ধোঁয়ায় ছেয়ে যায়। ঘাঁটির ভেতরে থাকা সামরিক কর্মীদের নিরাপদ আশ্রয় নেয়ার জন্য এবং ঘটনাস্থল থেকে দূরে থাকার জন্য ইংরেজিতে সতর্কবার্তা দেয়া হয়।
ঘাঁটির ভিতরে অবস্থিত মার্কিন অস্ত্র উৎপাদনকারী কোম্পানি লকহিড মার্টিন কর্পোরেশনের একটি অফিসে কোয়াডকপ্টার ও ফিক্সড-উইং ড্রোন দিয়ে হামলা করা হয়।
ইরাকের নিরাপত্তা বাহিনীর মিডিয়া সেলের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার সকালে তিনটি ড্রোন বিমানঘাঁটির দক্ষিণ দিকে আসে। ড্রোনগুলো ভূপাতিত করার জন্য সি-র্যাম এবং এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
আরআই