নেতিবাচক রাজনীতির বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের

০৭ এপ্রিল ২০২২

বিএনপি এখনো আলোহীন-আশাহীন নেতিবাচক রাজনীতির বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বলে মন্তব্য করেছেন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। জানিয়েছেন, হতাশায় নিমজ্জিত বিএনপির নেতারা এখন ঘরে বসে বসে দুর্ভিক্ষের কল্পকাহিনী বানাচ্ছে। যারা ক্ষমতায় যেতে অন্ধকারে চোরাগলি খোঁজে, তারা আলো দেখবে না- এটাই স্বাভাবিক। বৃহস্পতিবার (৭ এপ্রিল)  রাজধানী ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তার দফতরে প্রেস ব্রিফিংকালে এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। মানুষ খেয়ে-পরে ভালো আছে। দেশের উন্নয়ন ও অর্জনে জনগণ খুশি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্জন বিশ্বের প্রতিটি প্রান্তে এখন প্রসংশিত। কিন্তু দুঃখজনক হলেও সত্যি বিএনপি এসব দেখতে পায় না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, জন্মলগ্ন থেকেই বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে আসছে। তাদের ইতিহাস- হত্যা, ষড়যন্ত্র, রাজনৈতিক প্রতিপক্ষকে নিপীড়ন এবং বন্দুক ও বুটের তলায় জনগণকে জিম্মি করে ক্ষমতা দখলের ইতিহাস। ২০০১ সালে ক্ষমতায় এসে প্রতিহিংসার আগুনে তারা ভস্মীভূত করেছিল ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশ।

গঠনমূলক সমালোচনার পরিবর্তে সংসদে ও সংসদের বাইরে বিএনপি অন্ধ বিদ্বেষে শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে বিষোদগার শুরু করেছে-যোগ করেন ওবায়দুল কাদের।

এমকে

 


মন্তব্য
জেলার খবর