হাড় কাঁপানো শীতে জবুথবু গোপালগঞ্জ

০৮ জানুয়ারী ২০২৩

মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ:

তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে গোপালগঞ্জের জনজীবন। ৪র্থ দিনেও মেলেনি সূর্যের দেখা। দিনের বেলায়ও ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া। ঝিরঝির বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সড়ক ও মহাসড়কে লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।  খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। জীবিকার জন্য বাধ্য হয়ে কাজের সন্ধানে ছড়িয়ে পড়েছে তারা। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের ভিড় বাড়ছে সদর হাসপাতালে। আক্রান্তদের বেশিরভাগই নারী ও শিশু।

 ওদিকে গরম কাপড় না থাকায় কষ্ট পাচ্ছে নিম্নশ্রেণি, নিম্নমধ্যবিত্ত শ্রেণির সাধারণ মানুষ। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে কম্বল ও শীতের বস্ত্র বিতরণ করলেও সেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

টুঙ্গিপাড়া গিমাডাঙার কৃষক মুন্সী শেখ শিহাব উদ্দীন বলেন, 'তীব্র শীতে জমিতে যেতে পারছি না। এখন বোরো ধানের মৌসুমে জমিতে কাজের চাপ বেশি। কিন্তু অসহ্য  শীতে শ্রমিকেরা কাজ করতে চাচ্ছে না। এতে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন ব্যাহত হতে পারে।'

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সুফিয়ান জানিয়েছেন, 'বর্তমানে গোপালগঞ্জের ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বইছে। তাপমাত্রা নিম্নমুখী। আগামি সপ্তাহেও জেলার তাপমাত্রা আরো কমবে, এমনটাই ধারণা করা হচ্ছে।'

গোপালগঞ্জ পৌরসভার পৌরপিতা মেয়র শেখ রকিব হোসেন বলেন, ' শীতের শুরুতে ব্যক্তিগত উদ্যোগে এবং স্বেচ্ছাসেবীদের নিয়ে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ চলমান রয়েছে। শীতে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।'

 

এমকে


মন্তব্য
জেলার খবর