বর্তমান সরকারের মেয়াদের শেষ বছরের শুরুতে এসে রাজনীতির মাঠে নতুন জোট ‘সমমনা গণতান্ত্রিক জোট’- এর আত্মপ্রকাশ ঘটলো। ১৫ সংগঠনের সমন্বয়ে গঠিত এ জোটের আত্মপ্রকাশ ঘটেছে রোববার (৮ জানুয়ারি) রাজধানী ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে। এ জোট বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু নতুন এ জোটের ঘোষণা দেন।
১৫ সংগঠন হচ্ছে- ইয়ুথ ফোরাম, জিয়া নাগরিক সংসদ, ডেমোক্র্যাটিক মুভমেন্ট, শহীদ জিয়া আইনজীবী পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল, বাংলাদেশ জাস্টিজ পার্টি, সংবিধান সংরক্ষণ পরিষদ, গণতন্ত্র রক্ষা মঞ্চ, জাতীয়তাবাদী চালক দল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা ৭১, ঘুরে দাঁড়াও বাংলাদেশ, মুভমেন্ট ফর ডেমোক্র্যাসি, বাংলাদেশ ডেমোক্র্যাটিক কাউন্সিল, দেশ রক্ষা মানুষ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ যুব ঐক্য। নতুন জোট ঘোষণাকালে সংশ্লিষ্ট সব সংগঠনের সভাপতি উপস্থি ছিলেন।
এমকে