দেশের নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। রোববার (৮ জানুয়ারি) ১৫ এলাকার তাপমাত্রার পারদ ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। আগামী কয়েক দিন এমন পরিস্থিতি থাকতে পারে। এদিকে কিছু এলাকায় সূর্য দেখা যাওয়ায় তাপমাত্রা অল্প কিছুটা বেড়েছে কিছু এলাকায়। রোববার দেশের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়, পারদের মিটারে ৯ ডিগ্রি সেলসিয়াস।
১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকা ১৫ এলাকা হচ্ছে- তেতুলিয়া ৯.৬, বদলগাছি ৯.৮, যশোর ও দিনাজপুর ১০, সাতক্ষীরা ১০.২, সৈয়দপুর ১০.৫, ঈশ্বরদী ১০.৪, কুমারখালি, ডিমলা ও রাজশাহী ১০.৬, বরিশাল ও বগুড়া ১০.৭, ফরিদপুর ও গোপালগঞ্জ ১০.৮, নিকলি ১০.৯ ডিগ্রি সেলসিয়াস।
২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ কুয়াশা কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকতে পারে। গোটা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এমকে