দেশে গ্রাহকের জন্য বিদ্যুতের নতুন দরের ঘোষণা আসছে চলতি জানুয়ারি মাসেই। নতুন দরে ইউনিট প্রতি বাড়তে পারে এক টাকা ২১ পয়সা। বর্ধিত দর বাড়ানোর সুপারিশ করেছে বিদ্যুৎ নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি। রোববার (৮ জানুয়ারি) গ্রাহকের জন্য খুচরায় দাম বাড়ানো সংক্রান্ত প্রস্তাবের ওপর গণশুনানি শেষে এ সুপারিশ করা হয়। রাজধানী ঢাকার বিয়াম মিলনায়তনে এ গণশুনানি হয়। তার আগে গত ২১ নভেম্বর পাইকারিতে বিদ্যুতের দর ১৯ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধির পর সঞ্চালন সংস্থা ও বিতরণ কোম্পানিগুলো থেকে বিইআরসির কাছে খুচরায় দাম বাড়ানোর প্রস্তাব দেয়। এর পরিপ্রেক্ষিতে এ গণশুনানি হয়।
বিদ্যুতের বিদ্যমান গড়মূল্য ৭ টাকা ০২ পয়সা। প্রস্তাবনা বিশ্লেষণ শেষে বিইআরসি গড় মূল্য ৮ টাকা ২৩ পয়সা নির্ধারণের সুপারিশ করেছে। এতে গড়ে বিদ্যুতের দাম বৃদ্ধি পেতে পারে ১৫ দশমিক ৪৩ ভাগ। শুনানির সময় বিইআরসির চেয়ারম্যান মো. আব্দুল জলিল ও চারজন সদস্য উপস্থিত ছিলেন।
গণশুনানি শেষে সমাপনী বক্তব্যে দাম বৃদ্ধি প্রসঙ্গে মো. আব্দুল জলিল বলেন, সবাইকে একসঙ্গে খুশি করা কঠিন। ভোক্তা যেন ক্ষুব্ধ না হয়, আবার কোম্পানিগুলোও যেন চলতে পারে- সেভাবে সিদ্ধান্ত দেওয়া হবে। এখন পর্যন্ত কমিশনের আদেশে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, কেউ বিরূপ প্রতিক্রিয়া দেখায়নি। তিনি জানান, তার কমিশনের মেয়াদ রয়েছে ৩০ জানুয়ারি পর্যন্ত। তার মধ্যেই সিদ্ধান্ত আসবে। এ বিষয়ে কারও কোন বক্তব্য বা কাগজপত্র জমা দেওয়ার থাকলে ১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে বলেছে কমিশন।
এমকে