ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো কংগ্রেস, রাষ্ট্রপতি প্রাসাদ ও সুপ্রিম কোর্টে হামলার নিন্দা জানিয়েছেন। সোমবার তার সমর্থকদের হামলার একদিন পর তিনি এ নিন্দা জানিয়েছেন। দেশের ক্ষমতায় বসার জন্য তিনি আন্দোলন, লুণ্ঠন করছেন- তার বিরুদ্ধে দেশটির বর্তমান সরকার প্রধান লুইজ ইনাসিও লুলা দা সিলভার এমন অভিযোগকে অস্বীকার করেছেন।
রোববার সাবেক প্রেসিডেন্টের হাজার হাজার সমর্থকরা নিরাপত্তা ব্যারিকেড উপেক্ষা করে প্রেসেডেন্ট ভবনের ছাদে উঠে পড়ে। জানালা ভেঙে ফেলে। তারা কংগ্রেস, রাষ্ট্রপতি প্রাসাদ ও সুপ্রিম কোর্টে আক্রমণ করে। কিছু বিক্ষোভকারী ডানপন্থী বলসোনারোকে ক্ষমতায় ফিরিয়ে আনার আহ্বান জানান। আবার বর্তমান রাষ্ট্রপতি লুলাকে পদত্যাগের আহ্বান জানান।
বিচারবিষয়ক মন্ত্রী ফ্লাভিও ডিনো বলেছেন, “প্রায় ২শ’ জনকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভকারীদের হটাতে টিয়ার গ্যাস ছোড়া হয়েছে।’ খবর এএফপির।
এদিকে এক সংবাদ সম্মেলনে ভাষণ প্রদানকালে লুলাকে ‘ফ্যাসিবাদী ধর্মান্ধ’ বলে অভিহিত করেছেন। তিনি বিদ্রোহ উষ্কে দেওয়ার জন্য তাকে অভিযুক্ত করেছেন। তিনি ফেডারেল জেলায় নিরাপত্তার নিয়ন্ত্রণ নিতে ফেডারেল সরকারের জন্য একটি নতুন স্বাক্ষরিত ডিক্রি পড়ে শোনান। এ সময় তিনি আরো বলেন, “তারা যা করেছে তার কোনো নজির নেই। এসব লোকদের শাস্তি হওয়া দরকার।”
হিন্দুস্তান টাইমস/আরআই