বেকারদের জন্য সুখবর নিয়ে এসেছে পরিবেশ অধিদপ্তর। কিছু শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সরকারি এ প্রতিষ্ঠানটিতে ১২টি পদে মোট ২৭৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য বলা হয়েছে। আবেদন করা যাবে ৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ পর্যন্ত।
যেসব পদের জন্য আবেদন করা যাবে:
প্রজেকশনিস্ট কাম ক্যামেরাম্যান, হিসাবরক্ষক, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, গবেষণাগার সহকারী, নমুনা সংগ্রহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, প্রসেস সার্ভার, ক্যাশ সরকার ও অফিস সহায়ক।
আবেদনের জন্য যোগ্যতা লাগবে:
বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ ভেদে প্রার্থীর কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
যেভাবে আবেদন করতে হবে:
আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে ভিজিট করুন এ ঠিকানায়।
আরআই